দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরে গণিতে এ এফ মজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পেয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের মনিরা আক্তার ও খন্দকার ফখরুল আলম নামে দুই কৃতী শিক্ষার্থী। মেধার ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকেরা তাদের নির্বাচিত করেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি)দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শতাব্দী ভবনের দ্বিতীয় তলার শিক্ষক মিলনায়তনে এই পদক প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, ২০২২ ব্যাচের বিএসসি (অনার্স) মনিরা আক্তার ও ২০২১ ব্যাচের (এমএসসি) খন্দকার ফখরুল আলম। এ সময় অতিথিরা তাদের হাতে এক ভরি ওজনের স্বর্ণ পদক ও ১৫ হাজার টাকা তুলে দেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম বলেন, এই ফাউন্ডেশনটি দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাজ করে আসছে। এ এফ মজিবুর রহমানের জীবনের যত অর্জন সব এই ফাউন্ডেশনে দান করে গেছেন। বাইরে থেকে কোনো ডোনেশন আমরা গ্রহণ করি না।
তিনি বলেন, এখন বিজ্ঞান ও গণিতে মানুষের আগ্রহ কমে গেছে। বিজ্ঞানের উৎকর্ষ না হলে জাতির উন্নয়ন সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও গণিতচর্চায় উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফাউন্ডেশনের ট্রাস্টি লোনা থর্সডাল রহমান, উপাধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, গণিত বিভাগীয় প্রধান মো. ফয়জুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম, সহকারী অধ্যাপক এস এম আসাদুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, আবুল ফয়েজ (এ এফ) মুজিবুর রহমান ১৮৯৭ সালের ২৩ সেপ্টেম্বর ফরিদপুরের গেরদায় জন্মগ্রহণ করেন। ফরিদপুর জিলা স্কুলের পাঠ শেষ করে তিনি ঢাকা কলেজে ভর্তি হন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২০ সালে বিশুদ্ধ গণিতে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখার্জির প্রাপ্ত নম্বরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন।
এফএইচ/