দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবী (সা:)কটুক্তি করার অভিযোগে অনন্ত কুমার ধর (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে একইদিনে ভোরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম'র নেতৃত্বে জেলা পুলিশের একটি দল মনোহরদী উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত অনন্ত নরসিংদীর পলাশ উপজেলাধীন বালিয়া বকুলতলা গ্রামের বাসিন্দা নির্মল কুমার ধরের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১০ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'বাংলার নাগরিক প্রবাসী' শিরোনামীয় ফেসবুক পেজ থেকে 'সাধাসিধে জীবনযাপনই ছিলো নবীজির পছন্দের' শীর্ষক একটি পোস্ট করা হয়। গ্রেপ্তার অনন্ত কুমার তার পরিচালিত একটি ভুয়া আইডি থেকে সেখানে কটূক্তিমূলক মন্তব্য করেন। মন্তব্যের মাধ্যমে অনন্ত মহানবী (সা.)কে অসম্মান ও অপমান করেছেন দাবি করে তার গ্রেপ্তার ও বিচারের দাবিতে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় শতাধিক ব্যক্তি মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় অনেকে অনন্তের বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুজি করতে থাকেন। পরবর্তীতে পুলিশের উপস্থিতি ও অপরাধীকে গ্রেপ্তারের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
পরে, মঙ্গলবার ভোর ৪টায় নরসিংদী জেলার মনোহরদী থানাধীন রামপুর এলাকায় ঝোপজঙ্গলের মধ্যে গর্তে লুকিয়ে থাকা অবস্থায় অনন্তকে গ্রেপ্তার করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একটি দল পুরো এলাকা ঘিরে ফেলে চিরুনি অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করে তাকে আটক করে। আজ সকালে জনৈক ফয়সাল সরকার রিফাত বাদী হয়ে পলাশ থানায় অনন্ত কুমার ধরকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে অনন্ত কুমার ধর নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতের নিকট জবানবন্দি দিয়েছেন।
এফএইচ/