দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাতির সময় জনতার হাতে বাবু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে পিস্তলসহ আটক করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বাবু মিয়া উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪টার দিকে দুইজন ডাকাত চন্দননগর এলাকার সোহরাব হোসেনের বাড়িতে ডাকাতির উদ্দেশে প্রবেশ করে। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে গেলে তারা তাকে পিস্তল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। তবে পালানোর সময় সোহরাব একজনকে ধরে ফেলেন এবং চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে। পরে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তবে ডাকাত দলের আরেক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম জানান, এর আগে রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী ওয়াইজনগর গ্রামের শুকুর আলীর বাড়িতেও চুরি করতে গিয়েছিল অভিযুক্তরা। সেখানে শুকুর আলীর ছেলে চুন্নু মিয়ার সঙ্গে এক ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চুন্নু মিয়া ডাকাতের হাতে কামড় দেন। সকালে চন্দননগরে আটক হওয়া ব্যক্তির হাতে কামড়ের দাগ দেখে চুন্নু মিয়া তাকে শনাক্ত করেন।
সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত পিস্তলটি পরীক্ষা করে দেখা গেছে, এর ম্যাগাজিন লক অবস্থায় রয়েছে।
আরএ