দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাভারে মরা মুরগি বিক্রির দায়ে আমির এন্টারপ্রাইজ নামে একটি মুরগির দোকানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭০পিস মরা মুরগি উদ্ধার ও বিক্রির দায়ে দোকানিকে এক মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরেই আমিন এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম এই প্রতিষ্ঠানে মুরগির ব্যবসা করে আসছেন। তিনি এখানে জীবিত মুরগি বিক্রির পাশাপাশি মরা মুরগি কেটে পিস করেও বিক্রি করতেন বলে জানা যায়। এছাড়া ওই দোকানে বস্তায় ৭০পিস মরা মুরগি উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দোকানের ম্যানেজার বাবু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মরা মুরগি বিক্রির কথা স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বলেন, মরা মুরগি বিক্রির অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। পরে ফুড ইন্সপেক্টর পরীক্ষা করার মাধ্যমে মরা মুরগি সত্যতা পায়। পরে দোকানের কর্মীরা মরা মুরগি বিক্রির বিষয়টি স্বীকার করেছে। পরে তাদের এক মাসের জেল ও এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী কর্মকর্তা।
/অ