দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, আমার গ্রামের বাড়ির কাছের জায়গায় আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে তাফসির করতে আসবেন মাওলানা মিজানুর রহমান আজাহারী। দেশে তার অনেক ভক্ত রয়েছে। ওয়াজ কেন্দ্রিক এক মাসব্যাপী প্রচার ও চাঁদাবাজি চলছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন স্কুল মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণহত্যাকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্রের শত্রুদের বিচার এবং অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে আলোচনা সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি।
হারুনুর রশীদ বলেন, আমি মিজানুর রহমান আজাহারী ভাইকে অনুরোধ করবো, আপনি এসবের হিসাব নিবেন। জামায়াতের বিভাগীয় সমাবেশ করবেন, তা তাফসির মাহফিলের নামে কেন? ওই তাফসিরের সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির আবু জার গিফারী। আর প্রধান অতিথি থাকবেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। মানুষ এতো বোকা নয়, এ সকল বিষয় নিয়ে জনগণ সজাগ আছে।
সাবেক এমপি হারুন বলেন, জামায়াতের মৌলবাদীদের দেখছি, বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলের নামে দলীয় সভা করছে। এটা মুনাফেকি, এটি জনগণের সাথে প্রতারণা। তাফসির করবেন, সেখানে কুরআন হাদিসের আলোচনা করবেন। কিন্তু তারা তাফসির করতে গিয়ে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলছে, কারা কারা ইসলামের পক্ষে আছেন। এরপর বলা হচ্ছে, কারা কারা বুলবুল ভাইয়ের পক্ষে আছেন। এমন কর্মকাণ্ড মুনাফেকি ছাড়া কিছুই না। আবার তাফসির মাহফিলে হারুন এমপি ও মির্জা ফখরুলকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। এধরনের বক্তব্য যারা দিচ্ছেন, এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন।
সাবেক কাউন্সিলর মাসিদুল হক নিখিলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরএ