দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছাত্র-জনতার ধোলাই খেয়ে দৌড়ে দিয়ে পাশের মসজিদে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হলো পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী তুষার। গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে শহরের হাসপাতাল রোডের পশ্চিম শালগাড়িয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আটক ছাত্রলীগ নেতা শালগাড়িয়ার শাপলা প্লাস্টিক মোড় এলাকার কাজী সুলতানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে পাশের গোডাউন মোড়ের ছাত্র আন্দোলনে সরাসরি গুলিবর্ষণকারী আওয়ামী লীগ নেতা আবু সাঈদের বাড়ি ভাঙছিলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় উৎসুক জনতা হিসেবে গোপনে ভাঙচুর ও অগ্নিসংযোগ দেখতে যান কাজী তুষার। এ সময় ছাত্র-জনতার একজন তাকে দেখে চিনে ফেলে। ছাত্র-জনতা ধাওয়া দিলে তিনি পাশের একটি ক্লিনিকে ঢুকে পরে। সেখানে ছাত্র-জনতা ঘিরে ধরে। বিষয়টি বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে সেখান থেকে বের করে দিলে ছাত্র-জনতা ব্যাপক গণপিটুনি দেয়।
সেখান থেকে দৌড়ে পাশের পশ্চিম শালগাড়িয়া জামে মসজিদে ঢুকে পড়লে চারপাশে ছাত্র-জনতা ঘিরে রাখেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং পাবনা সদর থানা পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে জনগণের থেকে আমরা আহতাবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসছি। বৈষম্যবিরোধী মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে পাবনা কারাগারে পাঠানো হবে।
আরএ