দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে শেখ মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় আদালত চত্বরে বিপুলসংখ্যক আইনজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরীর সমন্বয়ক আবু রায়হান ও সদস্যসচিব রাশেদুল ইসলামের নেতৃত্বে ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়।
ম্যুরাল ভাঙা শেষে মো. আবু রায়হান সাংবাদিকদের বলেন, এই কুমিল্লায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্ন রাখা হবে না। যেখানেই তাদের চিহ্ন পাওয়া যাবে, তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
তিনি আওয়ামী আইনজীবীদের উদ্দেশে বলেন, এই আদালতে বার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী আইনজীবীরা আদালতে প্রবেশের পাঁয়তারা করছেন। যারা আওয়ামী আইনজীবীদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের হুঁশিয়ার করে বলছি, আপনারা সাবধান হয়ে যান। আওয়ামী আইনজীবীদের পুনর্বাসনের চেষ্টা করলে আপনাদেরও একই পরিণতি হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, যুগ্ম আহ্বায়ক মো. তারেক মাহমুদ।
/অ