দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঘন কুয়াশায় গোপালগঞ্জের ঘোষগাতীতে ৫টি যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০। এতে বন্ধ থাকার প্রায় ৩ ঘণ্টা পর স্বাভাবিক হয় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের সদর উপজেলার ঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী আরেকটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ওই দুটি যানবাহনের। এতে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকেরও ওই তিন যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। এর কিছু সময় পরে ঢাকাগামী একটি ট্রাক এসে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা বলছেন জেলা প্রশাসক।
আরএ