দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝিনাইদহে পিকনিকে এসে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপিঠের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং দেবনাথসহ ২০ শিক্ষার্থী এবং শিক্ষক ননী গোপাল, অভিভাবক জাহানারা বেগম, নিপা কর্মকার, মানবেন্দ্র দেবনাথ, উত্তম কর্মকার, কুদ্দুস শেখসহ ২৫ জন অভিভাবককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসক বলছেন, হাসপাতালে ভর্তি ৪৫ জনেরই খাদ্যে বিষক্রিয়ায় এমন হয়েছে।
জানা যায়, বাগেরহাট সদরের শিশু কানন আদর্শ বিদ্যাপিঠ থেকে দুটি বাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মিলিয়ে প্রায় ১০৮ জন ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে আসে পিকনিকে। পথিমধ্যে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের পিছনে সেলিমের হোটেল থেকে চিকেন বিরিয়ানি নিয়ে আসে দুপুরে খাওয়ার জন্য। পরে তারা পার্কে ঘোরাঘুরির পর দুপুর ২টার দিকে খাবার খায়। কয়েক ঘণ্টা পর থেকেই অধিকাংশেরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এরপর বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ও শিক্ষকসহ মোট ৪৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা চিকিৎসা ছাড়াই কিছুটা স্বুস্থ হয়েছে।
অসুস্থ ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আম্মার জানায়, দুপুরে খাবার খায়। এরপর বিকাল সাড়ে ৫টার দিক থেকে বমি আর পেটে ব্যাথা হচ্ছিল।
শিশু কানন আদর্শ বিদ্যাপিঠের শিক্ষক ননী গোপাল আচার্য বলেন, খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই একে একে কেউ বমি করছে, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে কারো পেটে ব্যাথা করছে। এভাবে প্রায় একশ’ জনের মতো নানাভাবে অস্বুস্থ হয়ে পড়ে। পরে তাদের অনেককেই হাসপাতালে আনা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, খাবার খাওয়ার পর সেই খাদ্যের বিষক্রিয়াই তাদের এমন হয়। সকলেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। তাদের মধ্যে বয়ষ্ক কয়েকজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।
আরএ