দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছালজার ব্যাপারী (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাড়সোনাইডাঙ্গা ব্রিজ বাজার (ত্রিমোহনী) গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।
নিহত ছালজার ব্যাপারি উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ফারুক হোসেনের সঙ্গে ছালজার ব্যাপারির মোবাইল ফোন নিয়ে দীর্ঘদিন আগে একটি মারপিটের ঘটনা ঘটে। সে ঘটনায় একটি মামলাও হয়। এরই জের ধরে বুধবার রাতে ফারুক হোসেন ও তার লোকজন ছালজার ব্যাপারিকে একা পেয়ে ছুরিকাঘাত করে। এসময় ব্রিজ বাজার এলাকার লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছালজার ব্যাপারি মারা যান।
নিহতের চাচা আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, তার ভাতিজা ছালজার ব্যাপারি সন্ধ্যার পর পাড়সোনাইডাঙা ব্রিজ বাজার এলাকায় যায়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে পাড়সোনাইডাঙা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফারুক হোসেনসহ কয়েকজন যুবক ধারালো ছুরি দিয়ে ছালজার ব্যাপারিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গোবিনাদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।
আরএ