দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইতে এলাকায় সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের করগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক আব্দুর রাজ্জাক, আরিফুল ইসলাম, আলম মিয়া মিলিটারি, আব্দুল করিম, এনাম ফকির।
এদিকে আমজাদ ফকির হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা গেছে, সিএনজিটি টাঙ্গাইল থেকে জামালপুরের দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জামালপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ট্রাক-সিএনজি সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ট্রাকটি পালিয়ে গেছে। আমাদের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে জামালপুর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।
/অ