দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের জামিন শুনানি করায় বিপাকে পড়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও আইনজীবী মেজবাউল হক। এই বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর আদালত পাড়ায় চলছে নানা গুঞ্জন। যার ফলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান আইনজীবী মেজবাউল হক।
তিনি বলেন, বিএনপির প্যানেল থেকে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি। আমি যে দুই আওয়ামী লীগ নেতাদের জামিন শুনানি করেছি, তারা সিনিয়র আইনজীবী এবং গুরুতর অসুস্থ। তাই বার কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পক্ষে জামিন শুনানি করেছি।
তিনি অভিযোগ করেন, আমি যে মামলায় জামিন শুনানি করেছি সেই মামলায় নিম্ন আদালতে জেলা বিএনপির সিনিয়র নেতারাও শুনানি করেছেন। তাতে কোনো সমালোচনা না হলেও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে নিয়ে এই জামিন শুনানিকে রাজনৈতিকভাবে প্রচার করছে। যা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চক্রান্তের অংশ।
মেজবাউল হক আরও বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে রাজনৈতিক উদ্দেশ্যে এমন মামলার প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। যা অত্যন্ত দু:খজনক।
তিনি এ ধরনের চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এ বিষয়ে দলীয়সহ অন্যান্য প্ল্যাটফর্মে কথা বলব এবং আইনজীবী ফোরাম ও দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে সঠিক বিচার চাই।
প্রসঙ্গত, সম্প্রতি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা আইনজীবী ইদ্রিস আলী, একেএম আজীজুলহকসহ কয়েকজনের জামিন শুনানি করে জামিন প্রদান করেন মেজবাউল হক। এরপরই আদালত পাড়ায় শুরু হয় নানা আলোচনা। যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
আরএ