দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুর শহরের অগ্রদূত কোচিং সেন্টারের পরিচালক চিরঞ্জিত কুমার বিশ্বাসের ছুড়ে মারা ডাস্টারের আঘাতে মাহফিল মোস্তাক সামি (১৩) নামে এক ছাত্র গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে শহরের ঝিলটুলীর চৌরঙ্গীর মোড় এলাকায় অগ্রদূত কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। আহত ছাত্র মাহফিল মোস্তাক সামি ফরিদপুর পুলিশ লাইন্স স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
শিক্ষকের ছোড়া ডাস্টারে ছাত্রের চোখের নিচে আঘাত লাগে। এতে অল্পের জন্য ছাত্রের চোখ রক্ষা পেয়েছে। তবে এই ঘটনায় সে মারাত্মক আহত হয়। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ওই ছাত্রের বাবা শহরের টেপাখোলার বাসিন্দা মোস্তাক আহমেদ অভিযোগ করে বলেন, তার ছেলে আজ কোচিং এ আসলে পড়ার মাঝে ছাত্ররা গল্প করতে থাকলে শিক্ষক উত্তেজিত হয়ে তার হাতে থাকা ডাস্টার ছাত্রদের উদ্দেশ্যে ছুড়ে মারেন। এ সময় আমার ছেলের চোখের নিচে গিয়ে আঘাত লাগে। হাসপাতালে শিক্ষকরা জানিয়েছে যে বেঞ্চ থেকে পড়ে তার কেটে গেছে। আমাদের কাছে ফোন করেও মিথ্যা বলা হয়। এরপর বিষয়টা আমরা জানতে পেরে থানায় অভিযোগ দিয়েছি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কোচিং সেন্টারে গিয়ে অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে স্থানীয়রা জানান, এর আগেও এই শিক্ষকের হাতে ছাত্র পেটানোর অভিযোগের কথা শোনা গেছে। আজ দুপুরে ওই ছাত্রের পরিবার শিক্ষকের সঙ্গে ধস্তাধস্তি করার সময় আমরা বিষয়টা জানতে পারি। ছেলের আঘাতের বিষয়টি জানতে শিক্ষকের কাছে আসে তার পরিবার একপর্যায়ে চিরঞ্জীত কুমার বিশ্বাসের সাথে হাতাহাতি হয় তখন বিষয়টি জানাজানি হয়।
এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান বলেন, সন্ধ্যায় ওই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/