দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শুধু সংস্কার নিয়ে থাকলে দেশে কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবে তা যথেষ্ট নয়। সংস্কারের পাশাপাশি আইনশৃঙ্খলা, পুলিশ বাহিনী এবং বিচার ব্যবস্থা সংস্কারও অত্যন্ত জরুরি।
তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ। মিছিল-মিটিংয়ে পুলিশ গুলি চালাতো, প্রতিবাদ করলেই গুম হতে হতো।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং দেশের শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের উন্নতি এবং শান্তি প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
আরএ