সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কোনো বিদেশি শক্তি যদি দেশের ওপর আঙ্গুল তোলে তাহলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী মুহাম্মদ ফয়জুল করীম।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরী শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা ও মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট বাংলাদেশে বিএনপির নেতাদের বক্তব্য দেওয়ার সময় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবতার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবার সঙ্গে ঐক্য হতে রাজি আছে।
আওয়ামী লীগের কোনো নির্বাচনে ও জাতীয় কোনো বিতর্কিত নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেননি উল্লেখ করে তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন কখনোই এক নয়। ইসলামি দলগুলো মিলে একটি বাক্স দিলে দেশের ৯০% মানুষ ইসলামী দলের পক্ষে ভোট দিবে। হিন্দু, মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলেই পাশে থাকবে। জামায়াতে ইসলামীর আমির চরমোনাই সফরে গিয়ে এমন আলোচনা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
এসময় আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়।
আরএ