সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের মধুখালী পৌরসভা এলাকায় মৌমাছির কামড়ে শুশান্ত কুমার সাহা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শুশান্ত কুমার সাহা পৌরসভার পশ্চিম গাড়াখোলা মহল্লার পরিমল কুমার সাহার ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা গেছে, পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় (থানার পিছনে) একটি তেঁতুলগাছে মৌমাছির চাকে কোনো পাখি আক্রমণ করে। এ সময় মৌমাছির দল পথচারীদের কামড়ে আহত করে। মৌমাছির কামড়ে অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে পশ্চিম গাড়াখোলা মহল্লার দেবেশ দাসের ছেলে শান্ত দাস (২৫) ও নান্নু শেখের ছেলে মহশিন শেখকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আএমও) ডা. কবির সরদার দেশ টিভিকে বলেন, শুশান্ত সাহাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার শরীরে কমপক্ষে ৩০ থেকে ৪০টি কামড়ের চিহ্ন দেখা যায়।
তিনি আরও বলেন, মৌমাছির কামড়েই তার মৃত্যু হয়েছে। এছাড়াও মারাত্মক অবস্থায় দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরএ