সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই, ড. মুহাম্মদ ইউনূসের হাত ধরেই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন আমরা দেখতে পারব।’
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভলপমেন্ট ইয়ুথ সামিট সিজন-৩ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন সারজিস আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে— গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান দেওয়ার সময় আমাদের নেই।’
সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘তারা (আওয়ামী লীগ) গুজব নামের খুঁটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে, বিভ্রান্ত করে যাচ্ছে।’
তিনি বলেন, আমাদের অন্তর্বর্তী সরকার যেমন তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন—আমাদের ভেতরের কোনো চিন্তা কিংবা মতপার্থক্যের সুযোগ বাইরের কেউ নিচ্ছে কি না।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এসময় বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা।
এফএইচ/