সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরের ঝিকরগাছায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিব হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে যশোর - বেনাপোল মহাসড়কের কৃর্তিপুর মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফাহিম বিশ্বাস (২৬) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে। আহত ফাহিম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সাকিব যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা পৌর শহরের মোবারকপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত সাকিব ও ফাহিম প্রাইভেট কারে যশোর থেকে ঝিকরগাছার উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে ঝিকরগাছা উপজেলার কৃর্তিপুর মোড়ে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর যশোর বেনাপোল মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাকিবের মৃত্যু হয়। আর গুরুতর অবস্থায় ফাহিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, পুরো গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। যেভাবে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলো। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকাতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আহত যুবক যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এফএইচ/