সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় নিম্ন আয়ের জনগণের জন্য ৯০ হাজার টিসিবির ফ্যামিলি বা পরিবার কার্ড বিতরণ করা হয়। তবে তথ্যে ভুল থাকার কারণে ৫৮ হাজার ৪২৬টি বাতিল করা হয়েছে। এর বাইরে একই কারণে বরিশাল জেলার ১০ টি উপজেলার ২২ হাজার কার্ড বাতিল করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল।
তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবি কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল হয়েছে। বাতিল কার্ডগুলো আবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলে।
শতদল মণ্ডল বলেন, যাচাই-বাছাই শেষে ৫৮ হাজার ৪২৬ কার্ডে অনিয়ম পেয়েছে সিটি করপোরেশন। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল, বাকিগুলো নির্ধারিত শর্ত পূরণ করেনি।
তিনি আরও বলেন, টিসিবির পক্ষ থেকে সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড ফেরত দেওয়া হয়েছে। কার্ড বিতরণ শেষে দ্রুত পণ্য সরবরাহ করা হবে।
এদিকে সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় এখন এক লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে তাদের মাঝে পণ্য বিতরণ করা হয়। এসব উপকার গ্রহিতার মধ্যে ২২ হাজার কার্ড বাতিল করা হয়েছে।
টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, সিটি করপোরেশনের মতো উপজেলা গুলোতেও বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম।
এফএইচ/