সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের কোনাবাড়ী খোলাপাড়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত দশটার সময় মহানগরের কোনাবাড়ী থানাধীন খোলাপাড়া রেল গেট এলাকায় দুর্ঘটনা ঘটে।
ট্রেন দুর্ঘটনায় নিহতরা হলেন- গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এশরার নগর হাউজিংয়ের সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে উজ্জ্বল চৌধুরী (৩৫) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রিপন মাহমুদ (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে রেলগেট অতিক্রম করে সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়ে মুছে যায়। এতে দুজনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিছুতেই মানতে পারছেন না তাদের এমন মৃত্যু।
নিহত উজ্জ্বল চৌধুরীর প্রতিবেশী মো. কবির খান বলেন, রাত পৌনে ১০টার সময় হাউজিংয়ে আমাকে কফি খাওয়ালো। আর ১০টার সময় শুনি এই তারা রেল দুর্ঘটনায় মারা গেছে। এটা কেমনে সম্ভব বিশ্বাস করতে পারছি না।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-সহকারী পরিদর্শক (এ এস আই) এস এম আরিফ বলেন, রাত দশটার সময় দুই মোটরসাইকেল আরোহী সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। তারা অরক্ষিত রেল ক্রসিংটি অতিক্রম করার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন সজরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুছে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।
তিনি আরও বলেন, আমরা আসার আগেই তাদের পরিবারের সদস্যরা লাশ নিয়ে যান। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. নাদির উজ্জামান বলেন, রেল দুর্ঘটনার খবর পেয়েছি। আমি দুর্ঘটনার স্থলে রওনা হয়েছি।
আরএ