সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, জীবন দিয়ে হলেও আমরা সার্বভৌমত্ব রক্ষা করবো। তাই অযথা সীমান্তের নো ম্যানস ল্যান্ডের গিয়ে ভিড় করবেন না।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চৌকা বিওপির বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
গোলাম কিবরিয়া বলেন, সীমান্তবাসী বিজিবিকে সহযোগিতা করলে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবো। মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গড়তে বিজিবির সহায়তা প্রয়োজন। ৫০০-১০০০ টাকার জন্য কেউ সীমান্তে যাবেন না।
তিনি বলেন, যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো আমাদের গ্রামবাসীকে নিয়ে আসুন। তাই আমি না ডাকলে আপনারা ওইখানে (বর্ডারে) ভিড় করে আমাদের কাজে ব্যাঘাত ঘটাবেন না।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো. বেলাল, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবি, স্কুল ও মাদরাসার শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে গত ৬ জানুয়ারি চৌকা সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত শনিবার সকালে আবারও বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের সহায়তায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের কৃষকদের আম গাছ ও ফসল কেটে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে বাংলাদেশিদের ওপর হামলা চালায় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা।
আরএ