সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় মাওনা চৌরাস্তায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া আক্তার (২০) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাধুখোলা গ্রামের হাবিবুর রহমান মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৪টায় মাওনা চৌরাস্তায় শ্রীপুরগামী পাকা রাস্তায় পাশে দাঁড়ানো অবস্থায় অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান গাড়ী সোনিয়া অক্তার (২০) কে ধাক্কা দিলে সে পাকা রাস্তায় পড়ে যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে। পরিবারের লোকজন সোনিয়া আক্তার (২০) কে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায়। এসময় কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক এসআই শুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এফএইচ/