সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনায় মোটরসাইকেল, লেগুনা ও লরিগাড়ির ত্রিমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনা-আটপাড়া সড়কের সদর উপজেলার পঞ্চাননপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) এবং একই গ্রামের রতন ফকিরের ছেলে গুরুতর আহত মো. শাহপরান (৩০)।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়েই নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে জাকির হোসেন নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর যুবক মো. শাহপরানকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই মৃত্যু হয় তার।
এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ২ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে।
এফএইচ/