সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার মাত্র দুইদিন পর তা বিলুপ্ত করা হয়েছে। আহ্বায়ক কমিটি ঘোষণার পর স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে মঙ্গলবার (২১ জানুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এর আগে রোববার (১৯ জুলাই) সাতক্ষীরা জেলা বিএনপির নেতারা শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম কর্তৃক মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বিএনপির সাতক্ষীরা-৪ সংসদীয় আসন (শ্যামনগর ও কালিগংঞ্জ আংশিক) এর আহবায়ক কমিটি গঠনের টিম প্রধানের দায়িত্বে রয়েছেন।
জানা যায়, গত রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টায় জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে শ্যামনগরে নুতন আহ্বায়ক কমিটি ঘোষিত হলে রোববার রাত থেকে সোমবার সারাদিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ত্যাগী নেতাদের উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগে এই কমিটির বিররুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীরা।
সোমবার (২০ জুলাই) বেলা ১০টায় শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পদ বঞ্চিত স্থানীয় নেতাকর্মীরা। এসময় উপজেলা প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল থেকে তারা ‘অযোগ্য কমিটি বাতিলের দাবি জানায়।
এর আগে সোমবার সকালে এক পক্ষের হামলায় নবগঠিত পৌর কমিটির শামসুদ্দোহা টুটুল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং হাফিজুর রহমানসহ অন্তত ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হন।
উল্লেখ্য, সর্বশেষ কমিটির সভাপতি সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবীর।
এসব বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও সংশ্লিষ্ট সংসদীয় এলাকার ‘টিম প্রধান’ আব্দুল আলিম জানান কেন্দ্রের নির্দেশনায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। পুর্বেকার কমিটিসহ ১৯ জানুয়ারী ঘোষিত নুতন কমিটিও বিলুপ্ত। নুতনভাবে ঘোষিত শ্যামনগর পৌর কমিটিও বিলুপ্তির মধ্যে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমুল্যের সমর্থনের ভিত্তিতে নুতন ও যোগ্য নেতৃত্ব নির্ধারিত হবে।
এফএইচ/