সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন সরদার দুলালকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে বেদমভাবে মারধরের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দুলাল।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত শাহাদৎ হোসেন সরদার দুলাল উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় গ্রামের মৃত আক্কাস আলী সরদারের ছেলে। তিনি গাইবান্ধা জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
লিখিত অভিযোগে জানা যায়, সুন্দরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ারের নেতৃত্বে দুলালের ওপর এই হামলা চালানো হয়। হামলায় তাকে নির্মমভাবে মারধর করা হয় এবং তার কাছে থাকা দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, শাহাদাৎ হোসেন সরদার দুলাল গান্ডার বিল এলাকায় বরেন্দ্র প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কাজের জন্য উপস্থিত ছিলেন। এ সময় আনোয়ারুল ইসলাম আনোয়ার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ হোসেন মোটরসাইকেলে তার পাশে এসে দাঁড়ান। কিছুক্ষণ পর তাদের নির্দেশে সামিউল ইসলাম সামু, খাদিমুল ইসলাম, হৃদয়সহ আরও কয়েকজন এসে তাকে আক্রমণ করে। হামলাকারীরা দুলালকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে ছাইতানতলা বাজারের একটি আড্ডাখানায় নিয়ে যায়। সেখানে তাকে লোহার রড দিয়ে নির্মমভাবে প্রহার করা হয়। এতে তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পড়ে।
ভুক্তভোগী দুলাল জানান, হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, 'আমরা জাহেদুল হত্যা মামলার আসামি। বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও শেষ করে দেব।'
তিনি আরও বলেন, 'ঘটনার সময় সোনারায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মতিন মিয়া এবং গাইবান্ধা জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান রাজু উপস্থিত ছিলেন। ঘটনার পর তারাই আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।'
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, 'অভিযোগ বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানা সম্ভব হয়নি অভিযুক্ত সুন্দরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ারের। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
এফএইচ/