সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গা কাস্টমস এক্সসাইজ ভ্যাট অফিসে দূর্নীতি দমন কমিশনের আকস্মিক অভিযান চালিয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ সমন্বিত জেলা শাখা দূর্নীতি দমন কমিশন এ অভিযান পরিচালনা করেন। এসময় তারা চুয়াডাঙ্গা কাস্টমস এক্সসাইজ ভ্যাট অফিসে তথ্য উপাত্ত সংগ্রহ করে পরে শহের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
অভিযানে আসা ঝিনাইদহ সমন্বিত জেলা শাখা দূর্নীতি দমন কমিশনের এডি খালিদ মাহমুদ জানান, তারা চুয়াডাঙ্গা কাস্টমস এক্সসাইজ ভ্যাট অফিসে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এসময় ব্যবসাদরদের তথ্য নেওয়া হয় একইসঙ্গে তাদের নিকট থেকে কি পরিমান ভ্যাট নেওয়া হচ্ছে সেসম্পর্কে যাবতীয় তথ্য আমরা সংগ্রহ করেছি। পরবর্তীতে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানতে পারি, চুয়াডাঙ্গা কাস্টমস এক্সসাইজ ভ্যাট অফিসের কর্মকর্তাদের নিকট তারা হয়রানি শিকার হচ্ছে।
এফএইচ/