সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেলে করে কলেজে যাওয়ার সময় মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আসিফ খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসিফ খান উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিন শৌলডুবি গ্রামের ওয়াদুদ খানের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, আসিফ খান বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। এ সময় সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি জামে মসজিদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আসিফ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব জানান, বেপোরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএইচ/