সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরিশালের বেতাগী উপজেলার বেতাগী গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিয়া বেগম (২৩) ও বাগেরহাটের কচুয়া উপজেলার মো. সোহাগের স্ত্রী মারিয়া বেগম (২৪)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঢাকা থেকে হাইওয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে ভাঙ্গায় বড় একটি মাদকের চালান ঢুকবে। এমন খবর পেয়ে সন্ধ্যার পর থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। পরে রাত ৯টার দিকে সাদা একটি মাইক্রোবাস থামানোর জন্য সিগনাল দিলে গাড়িটি পুলিশের চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে এবং গোপালগঞ্জের দিকে চলে যায়। পুলিশও তাদের ধাওয়া করে। একপর্যায়ে গাড়িটি মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক কৌশলে পালিয়ে যান। পরে গাড়ি তল্লাশি করে ৬ প্যাকেটে ১৫ কেজি গাজা, ৩টি মোবাইল ও একটি নোয়া গাড়িসহ দুই নারীকে আটক করে থানায় আনা হয়।
পুলিশ জানায়, আটক দুই নারী তারা নিজেদের দৈনিক সরেজমিন ও চ্যানেল এস টিভির সাংবাদিক পরিচয় দেন। এ সময় তারা আইডি কার্ড পরিহিত ছিলেন। পরে অবশ্য পুলিশের কাছে তারা স্বীকার করেন তারা ২ জন সাংবাদিক নন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে ১৫ কেজি গাঁজা নিয়ে তারা ভাঙ্গায় আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। আটক দুই নারীকে মঙ্গলবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে।
আরএ