সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাভারে জামিনে এসে হত্যা মামলার এক আসামি সাক্ষীসহ একে একে ৫ জনকে উপর্যুপরি কুপিয়ে আহত করেছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে সাভারের হেমায়েতপুরের জাদুরচড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতরা হলেন- ব্যবসায়ী সাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা মামলার সাক্ষী আহাম্মেদ সানি (৩০), তার মা সেলিনা বেগম, মামা দেলোয়ার, শাহীন ও ফারুক।
ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসীরা জানায়, ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ব্যবসায়ী সাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী ফয়সাল। ওই ঘটনায় মামলা দায়ের করা হলে দীর্ঘদিন গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিল প্রধান আসামি ফয়সাল। সম্প্রতি হত্যাকারী ফয়সাল জামিনে এসে মামলার সাক্ষীদেরকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদানসহ হত্যার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মামলার প্রধান সাক্ষী আহাম্মেদ সানির ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় সন্ত্রাসীরা সানির মা ও মামাদেরকেও এলোপাথাড়িভাবে কুপিয়েছে। পরে সন্ত্রাসীরা চলে গেলে এলাকাবাসীরা গুরুতর অবস্থায় আহাতদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা অপারেশন থিয়েটারে রয়েছে।
প্রত্যক্ষদর্শী রাজা জানান, বিকেলে আমি হেমায়েতপুর বাসস্ট্যান্ডের হাজী আশরাফ শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় দেখি শাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী রামদা, ছুড়িসহ ধারালো অস্ত্র নিয়ে কাকে যেন খুঁজছে। একপর্যায়ে তারা যাদুরচড়ের দিকে চলে যায়। পরে সানি কল করে জানায় ফয়সাল ও তার লোকজন তাকে কুপিয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় সানিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, হেমায়েতপুরের যাদুরচরে একটি মারামারির ঘটনায় পাঁচজনকে কুপিয়ে আহত করার ঘটনা জানতে পেরেছি। এই ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।
আরএ