সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বান্দরবানের আলীকদম উপজেলায় মিনিট্রাক (ডাম্পার) এর সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে লামা-আলীকদম সড়কে চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলো আলীকদম চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা মো. বেলাল (৩০), বাজারপাড়া এলাকার মিনহাজ (১৮) এবং চট্টগ্রামের মনুমিস্ত্রি কলোনী এলাকার ছৈয়দ আমিন (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরবাইক আরোহী ৩জন লামা থেকে আলীকদমে ফেরার পথে মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজের প্রাণহানি ঘটে। ঘটনার পর মিনি ট্রাকটি স্থানীয় জনতা জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
এই বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, দুর্ঘটনায় তিনজের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য গেছে।
এফএইচ/