সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বপাড়া এলাকায় ফজলুর রহমান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহজাহান মাষ্টারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে।
স্থানীয়ভাবে অভিযোগ পাওয়া গেছে নির্মাণ কাজের জন্য স্তুপকৃত বালুর ওপর উঠে তা নষ্ট করায় ক্ষিপ্ত হয়ে তিনি শিশুটিকে পার্শবর্তী পুকুরে ফেলে দেন।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুর পরিবার থেকে জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার মা শামসুন নাহার তানিয়া জানান, ঘটনার আকষ্মিকতায় সে ভয়ে ও আতঙ্কে অসুস্থ হয়্র পড়েছে। এতে নির্যাতিত শিশুর মা মোসা. (৩৫), বাদি হয়ে বুড়িচং থানায় বুড়িচং পূর্ব পাড়া মৃত মঞ্জুর আলী সর্দারের ছেলে মো. শাহ জাহান (৫০) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।
স্থানীয় মানবাধিকার কর্মী রুবেল মজুমদার জানান, এ ধরনের কর্মকাণ্ড শিশুর মানসিক বিকাশে অন্তরায়। এ ধরনের ঘটনা বা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে আরও সচেতনতার প্রয়োজন ।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।
এফএইচ/