সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তারা সবাই উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হয়েছেন।
দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তিনি বলেন, ঘটনার পর পরই হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
অ