সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইসবুক) কৌতূহলী হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জানান দিয়ে ময়মনসিংহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নাজমুল এহসান নাঈম (২১) নামে এক প্রতারক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর মীরবাড়ি এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করায়।
গ্রেপ্তারকৃত নাজমুল এহসান নাঈম জামালপুরের সরিষাবাড়ির ভুরারবাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম বলেন, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে আমরা সার্বক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি রাখছিলাম। এরই ধারাবাহিকতায় গাজী কামাল হোসেন নামক একটি আইডি থেকে মন্তব্য করা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে, নিচে কিছু অংশ দেওয়া হলো। ১২ হাজার টাকায় প্রশ্ন দেওয়া হবে, এর জন্য অগ্রিম ৬ হাজার টাকা দিতে হবে। ওই কমেন্টে একটি ভুয়া প্রশ্নও দেওয়া হয়।
প্রাথমিকভাবে বিষয়টি প্রতারণামূলক মনে হওয়ায় তদন্ত শুরু করে ডিবি পুলিশ। পরে জানা যায়, গ্রেপ্তারকৃত নাঈম কৌতূহলবশত মানুষকে ভুয়া প্রশ্নের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের পরিকল্পনা করে। এজন্য অলকা নদী বাংলা সায়মা টেলিকম থেকে একটি পুরাতন মোবাইল কিনে ফেসবুকে উল্লেখিত ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে। গত দুইদিনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন দেওয়ার নামে বিকাশে লক্ষাধিক টাকা আত্মসাৎ করে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম তার অপরাধ স্বীকার করেছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত নাঈমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএ