সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী সুমন শেখ (৩৩) এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বামনকান্দা কলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গফুর মন্ডলপাড়া এলাকার ছালাম শেখের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সুমন শেখ ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বামনকান্দা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস পরিবহন চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পলাশ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এর সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, ঘাতক পরিবহনটি জব্দ করা হয়েছে। এ সময় চালক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ