সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াসিন (২৬) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পশ্চিম বাগিচাপুর গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াসিন ওই গ্রামের হারেজ আলীর ছেলে।
জানা গেছে, গত প্রায় ৫-৬ মাস আগে উপজেলার পশ্চিম বাগিচাপুর গ্রামের নাহিদা বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন ইয়াসিন। বিয়ের প্রায় দুই মাস পর সে ঢাকার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতে চলে যান। তিন মাস থাকার পর গত কয়েকদিন হলো বাড়িতে আসেন। সোমবার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি আসেন এবং দুপুরের খাবার খেয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান তিনি। সন্ধ্যায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খোলে ঘরের ভিতরে প্রবেশ করে ইয়াসিনকে গলায় রশি দিয়ে ঘরের আড়ায় ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ইয়াসিন ঢাকা থেকে বাড়ি আসার পর তার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না। এমনকি ইয়াসিন কিছুটা মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মানসিক ভারসাম্যহীনতার কারণে অভিমান করে ইয়াসিন আত্মহত্যার মতো পথ বেছে নিতে পারেন।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহত ইয়াসিনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
আরএ