সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের বোয়ালমারীতে মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে অজ্ঞাত ট্রাক চাপায় চম্পা বেগম (৫৩)নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বনমালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালীয়া গ্রামের মনু কাজীর স্ত্রী। তিনি ৫ ছেলে ও ১ মেয়ের জননী।
প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়ন বনমালীপুর গ্রামের কওসার সরদারের (মেয়ের শ্বশুরবাড়ি) বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনমালীপুর কামারবাড়ী এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের ভাই পান্নু শেখ জানান, রাতে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান চম্পা বেগম।
স্থানীয় ইউপি সদস্য মো. মিরাজ মৃধা বলেন, রাস্তায় মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক যানটি আটক করা সম্ভব হয়নি, শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরএ