সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কোনাবাড়ী থানাধীন সেলিম নগর এলাকায় শাহাদৎ হোসেনের টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানান, সেলিম নগর (হরিণাচালা) এলাকায় শাহাদাৎ হোসেনের টিনশেড বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এতে পাশের একটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে।
আরএ