সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গায় সেনা সদস্য শরিফুল ইসলাম শান্তকে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের জান্নাতুল মওলা কবরস্থান থেকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত শরিফুলের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৯৯৯’র মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে আমরা ভর্তি করি। এ ঘটনা আমরা সঙ্গে সঙ্গে বিজিবি ও সেনাবাহিনীকে জানাই। একই সাথে তার নিকট আলামত দেখে নিশ্চিত হয় তিনি সেনা সদস্য ও তার বাড়ির ঠিকানা। তবে তার জ্ঞান না ফিরা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না কি কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।
আরএ