সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ায় মাংস বিক্রির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে আল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে লিটন সদ্দার নামের আরও এক যুবক।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। আহত লিটন সদ্দার একই এলাকার মৃত রুনু সদ্দারের ছেলে। লিটনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের স্বজনেরা জানান, আল আমিন এবং তার বাবা রবিউল ওই এলাকায় মাংসের ব্যবসা করতো। একই এলাকার আসাদুলের কাছে বেশ কিছুদিন আগে মাংস বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিল রবিউলের। কিন্তু আসাদুল টাকা না পরিশোধ করে তালবাহানা করছিল। রোববার বিকেলে রবিউল আসাদুলের কাছে টাকা চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সন্ধ্যার পরে আসাদুল এবং তার দুই ছেলে আকুল ও আকাশসহ আরও কয়েকজন সাথে নিয়ে এসে চাঁদ মার্কেটের সামনে রবিউলের ওপর হামলা চালায়। এসময় আল আমিন এবং লিটন প্রতিবাদ করলে আকুল ও আকাশ দুইজনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আল আমিন এবং লিটনকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, পাওনা টাকা চাওয়ায় চুরিকাঘাতে একজন নিহত হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতকদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ। এ বিষয়ে নিহতের স্বজনেরা আসলেই মামলা দায়ের করা হবে।
আরএ