সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিএনপি নেতা মরহুম আবু সিদ্দিক মোল্লা স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়।
দেওয়ান জিয়াউল হাসান মাসকুরের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও দলটির উপজেলা সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে মান্নান বলেন, আমাদের স্লোগান হতে হবে মাদক ছাড়ো, খেলা ধরো। খেলাধুলা কেবল শরীর সুস্থ রাখে না, এটি মানসিক শক্তি, শৃঙ্খলা ও দলগত মানসিকতার উন্নয়ন ঘটায়। আমাদের তরুণ সমাজ যদি মাদক ছেড়ে খেলার মাঠে আসে, তাহলে তারা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে। খেলার মাঠে এতো দর্শক দেখে আমি মাতোয়ারা হয়ে গেছি।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন আবু সিদ্দিক মোল্লা। সিদ্দিক কঠিন সময়ে দলের পাশে ছিলেন। তার মতো সাহসী ও মনোযোগী নেতা দরকার। দোয়া করি তাকে যেন মহান আল্লাহ জান্নাত দান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব কমিশনার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল ইসলাম জিসান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান শফিকুর রহমান প্রমুখ।
ফাইনাল ম্যাচে মুখোমুখী হয় পাকুন্ডা ও হলদাবাড়ী। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। খেলার দ্বিতীয়ার্ধে পাকুন্ডা হলদাবাড়ীকে ১ গোল দেয়। পরে দুই দল নির্ধারিত সময়ে আর কোনো গোলের দেখা পায়নি। ফলে ১ গোলে জয় লাভ করে যুবদল নেতা সামিরের দল পাকুন্ডা।
আরএ