সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার চান্দিনায় মারুতির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় লামহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে নিহতের মা আট মাসের অন্তঃসত্ত্বা রিয়া বেগম গুরুতর আহত হয়।এছাড়া আরও তিন জন আহত হয়।
নিহত লামহা দেবিদ্বার উপজেলার মধ্যনগর গ্রামের মো. শাকিল হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে লামহা ও তার মা মারুতি যোগে চান্দিনা থেকে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। যাত্রাপথে মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হল এলাকায় পৌঁছালে মারুতি যান্ত্রিক সমস্যা দেখা দেয়। দাঁড়ানো মারুতিকে ধাক্কা দেয় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস (এশিয়া এয়ারকন। এতে মারুতি থেকে ছিটকে পড়ে লামহা ও তার মাসহ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লামহাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে, নিহতের মা রিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের ফুফা রিয়াদ হোসেন জানান, সকালে নিহতের মা রিয়া বেগম তাকে নিয়ে চান্দিনায় ডাক্তার দেখাতে যায়। উনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ডাক্তার দেখিয়ে মারুতি যোগে চান্দিনা থেকে বাড়ি যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।এতে তার একমাত্র সন্তান নিহত হয়। অন্তঃসত্ত্বা রিয়া বেগমের অবস্থা সংকটাপন্ন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কাউশিক আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ থানার লাশ ঘরে রাখা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক বাসটির চালক পালিয়ে যায়। তবে বাসটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/