সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুর জেলা শহরের একটি শপিং কমপ্লেক্সের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা ভেসে ওঠে। এ ঘটনায় শপিং কমপ্লেক্সের মালিক ও কর্মচারীকে আটক করে পুলিশ দিয়েছে স্থানীয়রা।
বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় পৌর টাউন হলের পাশে রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের বিলবোর্ডের স্ক্রিনে এ লেখা ভেসে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ শপিং কমপ্লেক্সটির ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ঘুরতে দেখে স্থানীয়রা। পরে জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ সেখানে জড়ো হন। এসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাম প্রদর্শিত হওয়ায় স্থানীয়রা ব্যাপক উত্তেজিত হয়ে লেখাটি বন্ধ করেন। পরে স্থানীয়রা দোকান মালিক রাজু মিয়া ও কর্মচারী কাউসার আহমেদকে আটক করে পুলিশে দেয়।
আরএ