সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ ৬ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম-জোন মোংলা। আটককৃতদের কাছ থেকে ১১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস পাওয়া যায়। এসময় ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস ও আটককৃত চোরাচালানকারীদের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
আরএ