সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ায় জমি সংক্রান্তে জেরে বড় ও ছোট ভাইয়ের দেশীয় অস্ত্রের আঘাতে মেজো ভাই জুমারত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছে। গত ৩ ডিসেম্বর দুপুরের দিকে কুষ্টিয়ার ইবি থানাধীন মাজপাড়া সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ দিন পর মঙ্গলবার রাতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় জুমারত। সে ঐ এলাকার ছাবদার মন্ডলের ছেলে।
এদিকে এই হত্যার বিচার দাবিতে নিহতের লাশ নিয়ে বুধবার সকালের দিকে মাজপাড়া সরকারপাড়া গ্রামে বিক্ষোভ মিছিল করেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর দুপুরের দিকে জিয়ারত আলী (৫২) ও আজব আলী একত্রে হয়ে মেজো ভাই জুমারত আলীর সাথে জমি সংক্রান্ত জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ও ছোট ভাই মিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথার পিছনের দিকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দীর্ঘ ২৮ দিন পর চিকিৎসাধীন থাকায় অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান সে।
এ বিষয়ে ইবি থানার ওসি নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সংক্রান্তে নিহতের ছেলে মেহেদি হাসান ৪ জনের নাম উল্লেখ করে ঘটনার একদিন পরে ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় জিয়ারত আলী, কাশেম আলী, হাশেম আলী, আজব আলী নামে ৪ জনকে আটক করে পুলিশ।
আরএ