সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২০১৮ সালে করা একটি বিস্ফোরক আইনে মৌলভীবাজারে শ্রীমঙ্গল থানায় করা মামলায় তাকে এই রিমান্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার আদালতের (দ্বিতীয়) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এই রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস শহীদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে, আসামির বয়স ও বার্ধক্যজনিত বিষয় বিবেচনা করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামির পক্ষে ৫০ জন আইনজীবী ছিলেন আদালতে।
মো. আজাদ মিয়া নামের একজন শ্রীমঙ্গল থানায় এই মামলাটি করেন গত ২৪ অক্টোবরে। এর আগে গত ২৮ অক্টোবর রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার-৪ আসনের এমপি ছিলেন।
আরএ