সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর মহিপুরে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নিজামপুর কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৭নং ওয়ার্ড নিজামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া সেল কর্মকতা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি জানান, অভিযান পরিচালনাকালে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামানোর চেষ্টা করা হয়। পরে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ ফেলে পার্শ্ববর্তী ঘনবসতি এলাকায় পালিয়ে যান ওই ব্যক্তি। পরে ব্যাগটি তল্লাশি করে ব্যাগে রাখা তিনটি কার্টুন থেকে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জব্দকৃত ইয়াবা থানার মালখানায় সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অ