সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ‘নয়াপুর আদর্শ সুপার’ নামে মার্কেট উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে এ মার্কেট উদ্বোধন করা হয়।
মার্কেট সভাপতি হাজী মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- মাওলান মো. বেলাল হোসাইন পীর সাহেব। বিশেষ অতিথি ছিলেন- সাদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আওলাদ হোসাইন, ব্যবসায়ী মনির হোসাইন, হাজী মো. আতিকুর রহমান, খন্দকার রাশেদুল ইসলাম, খন্দকার শামীম, মার্কেট সমিতির ক্যাশিয়ার আমিনুল হক, মার্কেট সমিতির সহ-ক্যাশিয়ার মো. তাওলাদ মুন্সী, মাওলানা মোস্তফা, মো. তাজুল ইসলাম, জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান প্রমুখ।
এসময় মার্কেট সমিতির সদস্যরা বলেন, আমরা চেষ্টা করেছি সবাইকে একটি উন্নত মানের মার্কেট উপহার দেওয়ার জন্য। সুন্দর ও আধুনিক মনোরম পরিবেশ রয়েছে এ মার্কেটে। স্বল্প বাজেটে যে কেউ দোকান ভাড়া ও ক্রয় করতে পারবেন। পরে তারা আদর্শ সুপার মার্কেটের সার্বিক কল্যাণের জন্য সকলকে আহ্বান জানান।
এরপর ফিতা কেটে মার্কেটের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাওলানা বেলাল হোসাইন। এর আগে মার্কেটের সার্বিক উন্নয়নের জন্য তিনি দোয়া ও মোনাজাত করেন।
আরএ