সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য ক্ষমতার দাপট দেখিয়ে খেলার মাঠ দখল করেন। তিনি সরকারি পতিত ভূমিতে খেলার মাঠে দখল করে লেবু বাগান করেন। ফলে দীর্ঘদীন ধরে খেলাধুলা থেকে বঞ্চিত ছিল শিশু-কিশোরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকার ছাত্র, যুবক ও স্থানীয় বাসিন্দরা খেলা মাঠ উদ্ধার করেছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১শ’ ৯ একর জমিতে বেসরকারি উন্নয়ন সংস্থা হিড বাংলাদেশ সেবামূলক কাজ করছে। হিডের নিয়ন্ত্রণাধীন বাঘমারা গ্রামে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পতিত জমিতে প্রায় ২০ বছরের অধিক সময় থেকে স্থানীয়রা খেলা মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। ক্ষমতার দাপটে আওয়ামী লীগের কমলগঞ্জ সদর ইউনিয়নের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য সোলেমান মিয়া ভুট্টু , সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মতিন প্রায় তিন একর সরকারি জমির খেলা মাঠ দখল করে লেবু ও বনজ গাছ রোপণ করেন। স্থানীয়রা প্রতিবাদ করলে মামলার হুমকি দিতেন তারা।
তাই ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পেতো না। অবশেষে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠের জায়গা উদ্ধার করেছে ছাত্র জনতা । মাঠটি উদ্ধারে এলাকার মুরুব্বীরা তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসেন।
এ সময় তরুণরা বলেন, এটি সরকারি মাঠ। এই মাঠে ২০০০ সাল থেকে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। ২০১৬ সালের পর থেকে এই মাঠে কোনো রকম খেলাধুলা করতে দেননি তারা। কিছু লেবু গাছ রোপণ করে জঙ্গল করে রেখে ছিল তারা। আমরা অনেক অনুরোধ করেও কোনো লাভ হয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর গণস্বাক্ষর নিয়ে আমরা ইউএনও’র বরাবর আবেদন করি। পরে আমরা সবাই মিলে এই মাঠ উদ্ধার করি।
দখলদার আব্দুল মতিন সরকারি জমিতে খেলা মাঠ দখল করার বিষয়টি অস্বীকার করে বলেন, ২০১৬ সালে আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়া পর খেলার মাঠ করে ছিল। এলাকার বাসিন্দারাদের একটি খেলার মাঠে পক্ষে আছেন বলেও জানান তিনি।
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ লাউয়াছড়া জাতীয় উদ্যানের জমি গিলে খাওয়ার পর থেকেই এলাকায় সরকারি জমি দখলের পাঁয়তারা শুরু হয়। এরই ধারবাহিকতায় বনে জমিসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দখল করেছেন স্থানীয় একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আরএ