সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই লক্ষে গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন গাইবান্ধার আয়োজনে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গন মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসন চৌধুরী মোয়াজ্জেম আহমদ।
গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম, সামাজিক বন বিভাগের রংপুরের বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, গাইবান্ধা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল।
বৃক্ষ মেলায় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ২৯টি স্টল স্থান পায়। মেলায় বক্তারা সবাইকে বৃক্ষরোপণের জন্য উদাত্ত আহ্বান জানান। সেই সঙ্গে গাছের পরিচর্যার ব্যাপারে সকলকে সতর্ক হতে হবে। তাহলেই দেশ একটি সবুজে পরিণত হবে।
আরএ