সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
৭ নভেম্বরের বিপ্লব ও ৫ আগস্টের গণঅভ্যুত্থান একসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছিলেন। তখন আমাদের দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করেছিলেন।
তিনি বলেন, একইভাবে ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ ভূমিকায় ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে।’
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক (স্থগিত কমিটি) আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে ও সদস্যসচিব নুরুজ্জামান খসরুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিয়া মো. আকরামুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইস্রাফিল মোল্যা, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা ও জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ প্রমুখ।
আরএ